আজ ২১ জুলাই লাকসাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে "বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২" উদযাপিত হয়। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য "৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি"। বরুড়া উপজেলার মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজা মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধাণ অতিথি ছিলেন উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব এডভোকেট আলহাজ্ব মোঃ ইউনুছ ভূইয়া। অনুষ্ঠানের অংশ হিসাবে বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। এছাড়া আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলার সম্মানিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ ইয়াছিন মিয়া।
উল্লেখ্য গত ১১ জুলাই পবিত্র ইদুল আযহার ছুটি থাকায় ২১ জুলাই দেশ ব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস